জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী কালীগঞ্জে সোমবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে মোস্তাকিন ওরফে বাবু (২০) নামে একজনকে ৩টি অবৈধ বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিন সহ গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তাকিন শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের এমরান আলীর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্ত্বে উপর কালীগঞ্জ থেকে নামো কালীগঞ্জগামী হেয়ারিং সড়কের উপর অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাগে করে বহনকালে ওইসব অস্ত্র,গুলিসহ মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।