জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের সম্ভ্যবতা যাচাই কমিটি’র সাথে স্থানীয় বিশিষ্টজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্র যৌথভাবে প্রকল্পটি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় জেলা প্রশাসন সভার আয়োজন করে। জেলা প্রশাসক মাহদুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আশীষ কুমার সরকার ও বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপপ্রধান আব্দুর রাকিব বক্তব্য রাখেন। এছাড়াও মতবিনিময়ে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান,চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা,বালুগ্রাম আদর্শ কলেজ উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু,বিশ্ব সাহিত্য কেন্দ্র,ঢাকার পরামর্শক কামাল হোসেন,জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিব,জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানা,গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রকৌশলী মাকসুদুর রহমান,গ্রীনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোখসানা আহম্মেদ,নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম কবীর, শিশু সংগঠন আমপাতা খেলাঘর আসরের চাঁপাইনবাবগঞ্জ কমিটি উপদেষ্টা ইসরাইল সেন্টু সহ অনান্যরা। সভায় উপস্থিত সকলেই চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরী চালুর পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন।