জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানের জন্য ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্যকিরণ রক্তদান সংস্থা’। বুধবার সকাল থেকে দিনব্যাপী শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের রাজশাহী ইউনিটের ৩০ জন সদস্য এই কর্মসূচী পরিচালনা করেন। একই সাথে তাঁরা স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্ধুদ্ধ করেন ও এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। দলটির সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চারজন ইন্টার্নী চিকিৎসক কর্মসূচীতে অংশ নেন। ক্যাম্পে দু’শতাধিক বিভিন্ন বয়সী মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। হরিমোহন স্কুলের প্রধান শিক্ষক মইনুল হোসেন,পুলিশ কর্মকর্তারা,ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্প পরিদর্শন করেন। সংগঠনের রক্ত পরিসঞ্চালন সম্পাদক হাবিবুল বাশার,এডমিন মায়া আখতার ও মিনহাজুল ইসলাম রিফাত জানান, সারা দেশে তাঁরা কাজ শুরু করেছেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম বাড়ানো হবে।