ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ দুই স্কুল ছাত্র দিনাজপুরে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ দুই স্কুল ছাত্র দিনাজপুরে উদ্ধার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের দক্ষিনচরা এলাকা থেকে গত শনিবার নিখোঁজ দ্’ুস্কুল ছাত্রকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। ওই দু’জন হচ্ছে দক্ষিনচরা এলাকার আব্দুল হান্নানের ছেলে চতুর্থ ¤্রিেণ’র ছাত্র সায়েম (১১) ও একই এলাকার মৃত.শীষ মোহম্মদের ছেলে ষষ্ঠ ¤্রিেণ’র ছাত্র ইমন (১২)। তারা দু’জন সম্পর্কে খালাত ভাই। শনিবার বিকেল চারটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পর তারা নিকটেই নতুন মহানন্দা সেতুতে বেড়াবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এঘটনায় সায়েমের পিতা আব্দুল হান্নান পরদিন রোববার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়রী (জিডি) করেন। এরপর পুলিশ শিশু দু’জনকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে। রোববার রাতে এঘটনায় একজনকে অপহরণকারী সন্দেহে আটকও করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয়রা প্রথমে শিশু দু’জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। সেসময় তারা দিনাজপুরের বিনোদন কেন্দ্র ’স্বপ্নপুরী’ যেতে চাচ্ছিল। তারা ঠিকানা বললে স্থানীয়রা দিনাজপুরের নবাবগঞ্জ পুলিশ তদন্ত ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দেন। নবাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকেও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দেয়া হয়। পরে তাদের নিকটস্থ ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল শিশুদের অভিভাবকদের সঙ্গে করে দুুপুরে শিশু দু’জনকে চাঁপাইনবাবগঞ্জে ফেরৎ আনতে দিনাজপুর রওনা হয়েছে বলে জানান ওসি। শিশু দু’জন ফেরৎ আসলে তারা কিভাবে নিখোঁজ হল ও দিনাজপুর গেল তা জানা যাবে বলেও ওসি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...