ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | চাঁপাইনবাবগঞ্জে জাসদের সিপাহী জনতার অভ্যূথান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের সিপাহী জনতার অভ্যূথান দিবস পালন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৭’নভেম্বর সিপাহী জনতার অভ্যূথান দিবস পালনে আলোচনা সভা করেছে জাসদ ও কর্ণেল আবু তাহের স্মৃতি সংসদ। মঙ্গলবার দুপুরে শহরের বাতেন খা মোড়ে জাসদের দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ত্ব করেন কর্ণেল আবু তাহের স্মৃতি সংসদ জেলা শাখা সভাপতি নিয়ামুল হক। সভায় বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয সংসদের সদস্য মনিরুজ্জামান,জেলা জাসদ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,সদর উপজেলা সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,পৌর সভাপতি আব্দুস সবুর,জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। সভায় কর্ণেল তাহেরের জীবনী তুলে ধরা হয়। এছাড়া সভায় বক্তরা জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করে তাঁর মরনোত্তর বিচার দাবী করেন। এর আগে সিপাহী জনতার অভ্যূথান দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিষ্টিটিউট শাখা। বেলা সাড়ে ১১টায় ইনিষ্টিটিউট প্রাঙ্গণে র‌্যালী করে সমাবেশ করে ছাত্রলীগ। এসময় বক্তব্য দেন সদর উপজেলা শাখা সভাপতি তসিকুল রেজা,জেলা ছাত্রলীগ সদস্য সুমন ফারুকী,পলিটেকনিক ইনিষ্টিটিউট ছাত্রলীগ নেতা তারেক রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল ওয়াহাব,পৌর ছাত্রলীগের সাকলাইন মোস্তাক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...

মদনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার চেষ্টা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে ফসল রক্ষার বাদ কেটে মাছ ...