Home | সারা দেশ | চাঁপাইনবাবগঞ্জে জাতীয গণগ্রন্থাগার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয গণগ্রন্থাগার দিবস পালিত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে গণগ্রন্থাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়। গ্রন্থাগারিক মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন। অনুষ্ঠানে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচএম রহমতুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,শহরের হিফজুল উলুম কামিল মাদ্রসা অধ্যক্ষ ড. এমরান হোসেন,জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান,জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ,সহকারী জেলা শিক্ষা অফিসার মতিউর রহমান,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তরা বলেন, বই পড়াকে উৎসাহিত করতে প্রথমবারের মত দিবসটি উদযাপন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও সুবিধে সম্বলিত গ্রন্থাগার এখন সময়ের দাবী। প্রযুক্তিগত সুবিধে সৃষ্টি হলে গ্রন্থাগার পাঠক আকর্ষণে অতীতকেও ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় বাদশা মিয়া (৪৫) নামে ব্যাটারিচালিত ...

হাসাপাতাল দ্রুত চালু ও সিভিল সার্জনের দূর্নীতি তদন্তের দাবিতে মানবন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসাপাতাল দ্রুত চালু ও সিভিল সার্জনের দূর্নীতি তদন্তের ...