জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে সনিকা (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরে গত শনিবার দিবাগত রাত ১টার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সদর থানা পুলিশ। সনিকা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন স্টেডিয়াম সংলগ্ন সুইপার কলোনির হৃদয়ের (১৮) স্ত্রী। সদর থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী জানান, সনিকার স্বামী ও শ্মশুরবাড়ির লোকজন জানিয়েছে, সনিকা শনিবার রাত ১১টার দিকে নিজ স্বামীগৃহে ঘরের চালার বাঁশের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। এর পরপরই তাঁর স্বামী ও স্মাশুড়ী ববিতা গৃহবধু সনিকাকে ফাঁসি থেকে নামিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। উপপরিদর্শক রজব জানান, সনিকার ফাঁসি দেয়ার কারন এখনও বোঝা যায়নি। তাঁর পিতার বাড়ি জয়পুরহাট। এ ব্যাপারে রোববার সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সনিকার লাশের ময়নাতদন্ত দুপুরে সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।