জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগিচাপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর যৌথ অভিযানে ৪টি অবৈধ আমেরিকান পিস্তল,৮টি ম্যাগজিন ও ২৭ রাউন্ড গুলি সহ ২ জন ভারতীয় নাগরিককে (স্বামী-স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত সোয়া ১টায় (মঙ্গলবার) এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী-খড়িমনা গ্রামের আব্দুল কাদের (৫৭) ও তাঁর স্ত্রী আলিফ নূর (৫২)। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ভারতীয় অস্ত্র চোরাকারবারী। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের র্যাব কর্র্তৃক আগ্নেয়াস্ত্র,ম্যাগজিন ও গুলিসহ শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধিন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পে মঙ্গলবার দুপুরে পৃথক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।