জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তক্তিপুর মহাশ্মাশান ঘাট এলাকা থেকে গত শনিবার বিকেলে জিয়াউর রহমান টকিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের পিতা তক্তিপুর গ্রামের মানিরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে শনিবার রাতেই শিবগঞ্জ থানায় ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। টকিন কাঠের রংমিস্ত্রির কাজ করতেন। তিনি গত শুক্রবার রাত ৮টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহঙ্গীর আলম জানান, মরদেহের ময়নাতদন্ত রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। টকিনকে যে হত্যা করা হয়েছে এ ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছু তথ্য পাওয়া গেছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
