জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা,স্বাস্থ্য,সংস্কৃতি ও ক্রীড়া ট্রাস্টের উদ্যোগে ৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন ,সদর উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নয়ন কুমার রাজবংশী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে ৬৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি হিসেবে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের আলোচনায় বক্তরা দেশ গঠনে মেধাবীদের সামনে থেকে ভূমিকা রাখার আহব্বান জানিয়ে বলেন, তাঁদের আরও অনুপ্রাণিত করতেই এই উদ্যেগ।
