জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর বাসস্ট্যান্ড মোড় থেকে গত মঙ্গলবার দুপুরে আলমাস (৩৫) নামে তালিকাভুক্ত আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। আলমাস জেলার ভোলাহাট উপজেলার মুশরিভুজা এলাকার আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এস এম জাকারিয়া জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, ভোলাহাট, সদর ও গোমস্তাপুর থানা, রাজশাহী জেলার গোদাগাড়ী,তানোর থানা ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় অন্তত: ১৬টি ডাকাতি, ছিনতাই ও চুরির মামলার রয়েছে। এসব মামলায় ভোলাহাট থানায় তার বিরুদ্ধে ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার আলমাসকে বুধবার চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।