ব্রেকিং নিউজ
Home | জাতীয় | চাঁদাবাজি থেকে নৌ পুলিশ সদস্যদের বিরত থাকতে হবে:আইজিপি

চাঁদাবাজি থেকে নৌ পুলিশ সদস্যদের বিরত থাকতে হবে:আইজিপি

স্টাফ রিপোর্টার :  নৌপথে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বলেছেন, এসব কাজ থেকে তাদের বিরত থাকতে হবে।

নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে রবিবার আইজিপি এই হুঁশিয়ারি দেন। সকালে মিরপুর পুলিশ কনভেশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ প্রধান বলেন, ‘বিভিন্ন সময়ে পত্রিকায় লেখালেখি হয়েছে, এছাড়াও অভিযোগ রয়েছে নৌ পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করে, তারা চাঁদাবাজি করে। এগুলো বন্ধ করতে হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দিতে হবে।’

‘নৌখাতে যারা জড়িত রয়েছেন তাদের একটি ওয়ার্কিং টিম করতে হবে। যাতে সবাই সবাইকে চেনে সবাইকে জানে তাতে তাদের কাজ করতে সুবিধা হবে।’

শহীদুল হক বলেন, নৌ পথে নানা ধরনের মানুষ জড়িত। নৌ পুলিশকে তাদের মেজাজ বুঝতে হবে। তাদেরকে নিজেদের পরিবারের সদস্য মনে কাজ করতে হবে।’

‘আমাদের মাথায় রাখতে হবে নৌ পুলিশ তৈরি হয়েছে একটি বিশেষায়িত পুলিশ হিসেবে। সেই কথা মাথায় রেখেই তাদের সেভাবেই কাজ করতে হবে। শুধু টহল দিলাম তাতেই কাজ হবে না।’

২০১৩ সালের ১২ নভেম্বর গঠন করা হয় নৌ পুলিশ। নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ঠেকানোসহ নৌপথের নিরাপত্তার জন্য এই বাহিনীর জন্ম। একজন উপ মহাপরিদর্শক (ডিআইজির) নেতৃত্বে দুই হাজার ৫২২ জন জনবল নিয়ে দুইটি বিভাগ ও আটটি অঞ্চল ৪৭ জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

পদ্মা সেতু তৈরিতেও দায়িত্ব পালন করছে নৌ পুলিশ। এছাড়াও ইলিশ মাছ উৎপাদনেও নৌ পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমরা সড়ক পথের উপরে নির্ভরশীল হলেও আমরা নৌ পথকে ভুলি নাই। আমাদের নৌ পুলিশ আরও জনবান্ধব হওয়ার জন্য কাজ করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর নতুন নতুন ইউনিট গঠন হচ্ছে। প্রধানমন্ত্রী শিল্প পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করেছেন।’

‘নৌ পুলিশ সারা বাংলাদেশে নৌ পথের নিরাপত্তার জন্য কাজ করবে। আমরা তাদের সেই কাজের জন্যই সহযোগিতা করব। যারা আজকে পুরস্কৃত হলেন তাদের দক্ষতার কারণেই আজকে ইলিশের উৎপাদন বেড়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে  স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন বলেন, ‘নৌ পুলিশের জনবল ১৬০০ জন। এই কম সংখ্যক জনবল নিয়েই নৌ পুলিশ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।’

নৌ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি)  শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে নৌ পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পাটুরিয়া নৌ থানার পরিদর্শক আমিনুল ইসলাম, শরীয়তপুরের নৌ পুলিশের উপপরিদর্শক আলাউদ্দীন আল মামুন, বরিশাল  সদর নৌ থানার পরিদর্শক বেলাল হোসেনকে পুরস্কৃত করা হয়।  আর মা ইলিশ রক্ষার জন্য শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ফরিদপুর জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...