ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | চলন্ত গাড়িতে আগুন, দুই চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ

চলন্ত গাড়িতে আগুন, দুই চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ

স্টাফ রিপোর্টার, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর হাতিরঝিলে হরতাল সমর্থকরা পেট্রোলভর্তি বোতল ছুড়ে  চলন্ত প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে দুই তরুণ চিকিৎসক মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার সাড়ে ৮টায় এ ঘটনার পর দুই চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ দুই চিকিৎসক হলেন রকিবুল আলম (৩৭) ও ওমর ফারুক (৩৫)। রকিবুলের মুখমণ্ডলসহ শরীরের ৩৯ শতাংশ ঝলসে গেছে এবং ফারুকের বুক, পিঠ ও বাঁ হাতসহ ৭ শতাংশ পুড়ে গেছে।

রকিবুল থাকেন রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে ও ওমর ফারুক থাকেন রামপুরার বনশ্রীতে।

প্রাইভেটকারে থাকা রায়হান শরীফ নামে আরেক চিকিৎসক সামান্য আহত হয়েছেন। তার চুল পুড়ে গেছে।

রায়হান শরীফ জানান, তারা চার বন্ধু প্রাইভেটকার যোগে মিরপুরে তার বাসা থেকে বনশ্রীতে ফারুকের বাসায় যাচ্ছিলেন। পথে হাতিরঝিলে চলন্ত দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য হঠাৎই পেট্রোলভর্তি জ্বলন্ত বোতল ছুড়ে মারে এবং এরপর দাউদাউ আগুন জ্বলতে থাকে। এতে দুইজন মারাত্মক  অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। দ্রুত সিএনজি অটোরিকশায় করে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...