বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের পাশাপাশি এখন ছোটপর্দাতেও নিয়মিত ব্যস্ত ইমন। অন্যদিকে অভিনেত্রী বাঁধন মাঝে বিরতি শেষে শুটিং নিয়ে ঠিক আগের মতোই যেন ব্যস্ততায় ফিরেছেন। সম্প্রতি এই দুজন জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়ে নির্মাতা কাজী সাইফ নির্মাণ করলেন তার দুটি নতুন নাটক।
‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ শিরোনামে নাটকগুলো গল্প লিখেছেন সৈয়দ ইকবাল। এর আগে ২০১৫ সালে একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তারা। এরপর দীর্ঘ বিরতির পর আবারো একসাথে অভিনয় করলেন তারা।
তিনমাস পর ফেরা ও নাটকটি প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তিনমাস পর ক্যামেরার সামনে দাড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুন। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো। তাই কাজ করে ভালো লেগেছে।’
ইমন বলেন, ‘অনেকদিন পর বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুন ভালো দুটি কাজ। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন।’