স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে জ্বলে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে তিনটি উইকেট শিকার করেছেণ তিনি। সর্বশেষ ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ম্যাথু ওয়েডের ব্যক্তিগত সংগ্রহ ৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান। অর্থাৎ, এখন পর্যন্ত ৪১ রানের লিডে রয়েছে তারা।
গত সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আজ ম্যাচের তৃতীয় দিন। প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা।
এখন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে। মোস্তাফিজুর রহমান সাজঘরে ফিরিয়েছেন ম্যাট রেনশ, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডকে। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।