ব্রেকিং নিউজ
Home | বিবিধ | আইন অপরাধ | চট্টগ্রাম কারাগার থেকে পালানো আসামি নরসিংদী থেকে গ্রেফতার

চট্টগ্রাম কারাগার থেকে পালানো আসামি নরসিংদী থেকে গ্রেফতার

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফারহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে করেছে গ্রেপ্তার সিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার (৯ মার্চ) সকালে নরসিংদীর রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘হাজতি রুবেল পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে আমরা তার বিষয়ে অনুসন্ধান শুরু করি। গোপন সংবাদে খবর পেয়ে আজ সকালে টিম কোতোয়ালি নরসিংদী পুলিশের সহযোগিতায় রুবেলকে গ্রেপ্তার করেছি। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

আসামি রুবেল নগরীর সদরঘাট থানার এসআরবি রেল গেট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে তুচ্ছ ঘটনায় আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম হাসপাতালে মারা যান। ৬ ফেব্রুয়ারি গভীর রাতে হত্যার অভিযোগে ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। ওই মামলায় ৯ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগারের অন্যান্য বন্দীদের সাথে তাকে রাখা হয়েছিল কর্ণফুলী ভবনের (১৫ নম্বর পানিশমেন্ট ওয়ার্ডের) ছয় তলায়। তাকে সেখানে ২৪ ঘণ্টার জন্য সেখানে রাখা হয়েছিল বলে জানায় কারা কর্তৃপক্ষ।

গত ৬ মার্চ শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে তার নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ার পর তৎপর হয়ে উঠেছে কারা কর্তৃপক্ষ। এনিয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করে সিনিয়র জেল সুপার। এরই মধ্যে বিকালে কারাগারে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়েছে। এছাড়া কারাগারে পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশী চালিয়েও আসামি রুবেলকে খুজে পায়নি।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে জেলার, ডেপুটি জেলার ও দুই কারারক্ষিকে প্রত্যাহার করা হয়। গঠন করা হয় দুটি তদন্ত কমিটি।

গতকাল সোমবার তদন্ত দল কারাগার পরিদর্শন করেন। পরে তারা সিসি টিভির ফুটেজ পরিক্ষা করে নিশ্চিত হন। আসামি রুবেল ৬ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...