মারুফ খান, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে পদুয়া ইউনিয়নের দরগাহ মুড়া এলাকার এক বসতঘর থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আটক রোহিঙ্গারা হল মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাকপুরার বাসিন্দা বলে সূত্রে প্রকাশ। আটককৃতরা হল গুরা মিয়ার পুত্র আবদুস শুক্কুর (৩২), আবদুস শুক্কুরের স্ত্রী ফরিদা বেগম (২৮) ও আবদুল মজিদের পুত্র রশিদ আহমদ (৩০)। আবদুস শুক্কুর- ফরিদা দম্পতিদের রয়েছে ২ পুত্র ও ১ কন্যা। তারা হল আবদুর রহমান (৬), মুজিবুর রহমান (৪) ও রোজিনা আক্তার (২)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে।
আটক রোহিঙ্গারা জানান, তারা প্রায় ৭ বছর পূর্বে বাংলাদেশে প্রবেশ করেছে। ৫ বছর বসবাস করেছে কক্সবাজারে। এরপর ২ বছর ছিল চট্টগ্রাম শহরে। গত ১০ দিন পূর্বে লোহাগাড়া উপজেলার পদুয়ায় আসে বসবাস করার জন্য। সেখানে এক ভাড়া বাসায় বসবাস শুরু করে। স্থানীয় সূত্র মতে, রোহিঙ্গা আবদুস শুক্কুর নানা অপকর্মে জড়িয়ে পড়ে। ফলে স্থানীয়দের সহযোগিতায় চেয়ারম্যান তাদের আটক করে।