Home | ফটো সংবাদ | চঞ্চল মিলার শান্ত বর

চঞ্চল মিলার শান্ত বর

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন কণ্ঠশিল্পী মিলা। রাজধানীর বারিধারা ডিওএইচএসে শুক্রবার রাতে ঘরোয়া আয়োজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। জনপ্রিয় এ পপ গায়িকার বর পারভেজ সানজারি, পেশায় পাইলট। টানা ১০ বছর প্রেম করে তারপর বিয়ে।
শনিবার দুপুরে বর প্রসঙ্গে মিলা বললেন, ‘এত বছর ধরে যার সঙ্গে প্রেম করেছি, তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ খুশি।’
আরো বলেন, ‘ওর সাথে পরিচয়ের প্রথম থেকে বুঝতে পেরেছি, সে-ই আমাকে সবচেয়ে ভালো বুঝতে পারবে। পথচলার সঙ্গী হিসেবে তাকে আমার সেরা মনে হয়েছে। আমি একটু চঞ্চল প্রকৃতির। আর ও তো খুবই শান্ত। বিপরীত স্বভাবের সমন্বয়ও হয়ে গেছে সহজেই।’

মিলার বাবা লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বাংলাদেশে সেনাবাহিনীর পাইলট ছিলেন। বাবার পেশার প্রতি মেয়ের ভীষণ ভালো লাগা কাজ করত। মিলা বলেন, ‘স্বভাবজাত একটি বিষয় হচ্ছে, মেয়েরা চায় বর তার বাবার মতোই হবে। কারণ, একটা মেয়ের সামনে বাবাই প্রথম হিরো হিসেবে থাকেন। এ কারণে পাইলট বন্ধুকে অনেক বেশি পছন্দ করতাম।’
তাড়াহুড়োর কারণে বিয়ের অনুষ্ঠানে মিলা কাউকে দাওয়াত দিতে পারেননি। তবে মাস দুয়েকের মধ্যে দুই পরিবার মিলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানান মিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলঙ্কার সাবেক ...

শুরুতেই রনকিকে ফেরালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:  বল হাতে দারুণ ছন্দেই আছেন মোস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজের শেষ ...