শিল্প সাহিত্য ডেস্ক : গণমাধ্যম সংস্থা ‘ঘাসফুল’-এর উদ্যোগে শনিবার ১৫ মার্চ’১৪ বিকেলে ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ হলে মুক্তিযুদ্ধের কবিতা অনুষ্ঠান আয়োজিত হয়। সুসাহিত্যিক ও প্রবীণ শিক্ষাবিদ হায়াৎ মামুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রবন্ধকার বিলু কবীরের প্রবন্ধ উপস্থাপনা করা হয় এবং আলোচনা করেন কথাসাহিত্যিক আতা সরকার। স্বাগত সম্ভাষণ জানান ঘাসফুল পরিবারের পক্ষে রওনক সুলতানা। আবৃত্তিশিল্পী নাজমুল আহসানের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর স্বরচিত কবিতা পড়েন কবি বেলাল চৌধুরী, মাহবুব তালুকদার, অরুণাভ সরকার, আল মুজাহিদী, হাবীবুলাহ সিরাজী, খায়রুল আলম সবুজ, মুহম্মদ নূরুল হুদা, মাশুক চৌধুরী, মতিন বৈরাগী, ফারুক মাহমুদ, বিমল গুহ, নাসির আহমেদ, ইকবাল আজিজ, আলমগীর রেজা চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ, ফরিদ আহমদ দুলাল, হাসান হাফিজ, আলম তালুকদার, গোলাম কিবরিয়া পিনু, মোফাজ্জল হোসেন, লিলি হক, ফরিদ কবির, আবু হাসান শাহরিয়ার, ঝর্না রহমান, মনজুরুর রহমান, মিনার মনসুর, শাহীন রেজা, মারুফ রায়হান, ওমর শামস, সাজ্জাদ শরীফ, আলী হাবিব, মাহফুজ পারভেজ, জুনান নাশিত ও পারভিন আক্তার। পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন রাবিয়া সুলতানা পান্না।