ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | গ্রেপ্তার এড়াতে ঘরছাড়া নেতারা

গ্রেপ্তার এড়াতে ঘরছাড়া নেতারা

স্টাফ রিপোর্টার, ১২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন ১৮ দলীয় জোটের নেতারা। সোমবার রাত থেকেই বিএনপি নেতৃত্বাধীন জোট নেতারা গা ঢাকা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার হরতাল ঘোষণার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করার পর পরই দলের অন্য সিনিয়র নেতারা প্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন।

জানা গেছে, বিএনপির নেতা সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী শফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু, ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ অনেক নেতাই বাসায় নেই। তারা আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

শুধু তাই নয়, ১৮ দলের অন্যতম শরিক জামায়াত ইসলামের কোন নেতাই বাসায় থাকেন না। তারা অনেক আগ থেকেই আত্মগোপনে রয়েছেন।

সার্বিক পরিস্থিতিতে জোটগতভাবে নেতৃত্ব সংকটে পড়েছে ১৮ দলীয় জোট। দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে কথা বলার লোকও খুঁজে পাওয়া ভার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিস্থিতিতে  জোটের অস্থিত্ব সংকটে পড়তে পারে। তাই যেকোন মূল্যে তাদের ‘আত্মগোপন’ কৌশল থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় তাদের অস্থিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন রাজনীতি সচেতন মহল।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...