গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের নবীন বরন ও কম্পিউটার ল্যাব উদ্ধোধন অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, অগ্রনী ব্যাংক লিমিটের পরিচালক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন আকন, গভর্নিং বডির সদস্য মোফাজ্জেল হোসেন, ছিদ্দিকুর রহমান, মেজবা উদ্দিন আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মৃধা, সোহরাব হোসেন জমাদ্দার। শেষে কম্পিউটার ল্যাব উদ্ধোধন করা হয়। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।