অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে কুধবার বিকেলে একটি পত্রিকাবাহী পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ফকির (২২) নিহত হয়। এর প্রতিবাদে এলাকাবাসী একঘন্টার অধিক সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। স্থানীয় প্রশাসন বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেয়। এসময় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পরে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকেল পৌণে ৪টার সময় খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান ফকির মোটরসাইকেল যোগে টরকী থেকে বাড়ি ফিরছিল। সে কটকস্থল বাসস্ট্যান্ডে পৌঁছুলে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষার্থীরা রাস্তা পারাপার হচ্ছিল। শিক্ষার্থীদের রাস্তা পারাপারের জন্য মিজান তার মোটরসাইকেলটি ধীরগতিতে চালাচ্ছিল। এসময় পিছন থেকে আসা আলম বুক স্টলের পত্রিকাবাহী পিকআপ ভ্যান সজোরে মিজানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ মিজান ছিট্কে সড়কের পাশে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত মিজানের বাড়ি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামে। সে ওই গ্রামের কাদের ফকিরের ছেলে। তার মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরলে হাজার হাজার এলাকাবাসী কটকস্থল বাসস্ট্যান্ডে জড়ো হয়। মিজান হত্যার প্রতিবাদে এলাকাবাসী ৪টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় দুইদিকে প্রচুর যানবাহন আটকা পরে। সাড়ে ৫টার দিকে গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহআলম খান, পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, থানার ওসি মো. আবুল কালাম ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।