অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : একটি মাছের ঘের থেকে সোমবার রাতে প্রায় দু’ল টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়।
জানা গেছে, দণি পিঙ্গলকাঠী শংকরপাশা গ্রামের মরহুম এ্যাড. নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র পলাশ হাওলাদার অভিযোগে জানান, তার মাছের ঘের থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা জাল দিয়ে ঘেরের প্রায় দু’ল টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। ওসি আবুল কালাম জানান, রাতেই মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।