অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি : জাতীয় মানবাধিকার ইউনিটের বরিশালের গৌরনদী পৌর শাখার প্রকাশনা ও প্রচার সম্পাদক মিজানুর রহমানের অকাল মৃত্যুতে সংগঠনের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইউনিটের কার্যালয়ে বরিশাল বিভাগীয় সভাপতি তাজবিরুল মহসিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী সানাউল হক পনু, জেলা প্রচার প্রকাশনা সম্পাদক কাজী মোফাজ্জেল হক, আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান শামীম, সহ-সভাপতি কাজী সফিকুল ইসলাম স্বপন, সম্পাদক মো. মামুন মিয়া, পৌর সভাপতি প্রভাষক রাজারাম সাহা, সম্পাদক লুৎফর রহমান দীপ, সমাজসেবা সম্পাদক মহসিন হোসেন খান, সাংস্কৃতিক সংগঠক ডলি রানী বণিক, আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রুবেল মুন্সী, সহ-সভাপতি সৈয়দ পারভেজ রাজীব, সন্তোষ বণিক, ছাত্রনেতা রায়হান ও নিহত মিজানের পিতা আ. কাদের। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।