ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | গৌরনদীতে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার

গৌরনদীতে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট জাফর আকনের বাড়ির পুকুরপাড়ে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটায় কটকস্থল গ্রামের ফেন্সিডিল বিক্রেতা ও মাদকসম্রাট জাফর আকনের বাড়ির পুকুরপাড়ে মাটিতে পুঁতে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের শুরুতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...