অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : প্রতিটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও খেলার মাঠের চারিপার্শ্বের পরিত্যক্ত জমির প্রত্যেকটিতে প্রাথমিক পর্যায়ে ১৫০টি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার সকালে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়। সকাল দশটায় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও খেলার মাঠের চারিপার্শ্বে গাছের চারা রোপনের মধ্যদিয়ে “চেয়ারম্যান গার্ডেন”র শুভ উদ্বোধন করেন। একইদিন তিনি মাহিলাড়া ও হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গলপট্টি পীর বাদশা মিয়া দাখিল মাদরাসাসহ দশটি প্রতিষ্ঠানের চারিপার্শ্বের পরিত্যক্ত জমিতে কৃষ্ণচুড়া, আকাশমনি, মেহগিনি, নিম, কাঠাল, আম, বকুল, অর্জুনসহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপনের মধ্যদিয়ে চেয়ারম্যান গার্ডেন তৈরি করেন। আগামী এক সপ্তাহের মধ্যে ইউনিয়নের প্রতিটি প্রতিষ্ঠানে এ গার্ডেন তৈরির কাজ সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্ট। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, ইউপি সদস্য জালাল সরদার, শিক্ষক মাওলানা মজিবর রহমান সরদার, শান্তি রঞ্জন বিশ্বাস, প্রভা মজুমদার, সমাজসেবক আমিনুল ইসলাম রিপন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল্ল¬াহ আল মাহমুদ, গ্রাম পুলিশ হানিফ মাতুব্বর প্রমুখ।