মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বরিশাল-ঢাকা মহাসড়কে গতকাল বুধবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি এলাকায় পত্রিকা বহনকারী পিকআপের চাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়ক একঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ কাদের ফকিরের ছোট ছেলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা ¯œাতক শ্রেনীর ছাত্র মিজান ফকির (২৩) নিজের মোটর সাইকেল যোগে গৌরনদী থেকে বিকাল ৪টার দিকে সাঁলতা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মোটর সাইকেলটি বিকাল সোয়া ৪টার দিকে তাঁরাকুপি এলাকা অতিক্রম করছিল। এসময় মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে পত্রিকা বহনকারী পিকআপে (ঢাকা মেট্রো ন- ১৪-১০৭৩) চাপা দিলে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা মিজান ফকির নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ হয়ে বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এতে অবরোধের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে গৌরনদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ ও থানার ওসি আবুল কালাম অবরোধস্থল তাঁরাকুপি পৌছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা বিকাল সাড়ে ৫টার দিক অবরোধ প্রত্যাহার করে নেয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে।