মোঃ বদারুজ্জামান খান সবুজ,গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ বে-সরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভলপমেন্ট (সিডবিউএফডি)’র মার্কেটিং ইনোভেশন ফর হেল্থ কমিউনিটি মবিলাইজেশন প্রজেক্ট “নতুন দিন” প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে এক এ্্যাডভোকেসী এবং প্রজেক্ট ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার প্রকল্প পরিচালক রোকেয়া সুলতানার সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত এ্্যাডভোকেসী এবং প্রজেক্ট ব্রিফিং সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুনিল দাস, উপজেলা শিা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরউদ্দিন আহাম্মেদ, গৌরনদী প্রেসকাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া,মোঃ আসাদুসজ্জামান রিপন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, বে-সরকারি সংস্থা সিসিডিবির প্রকল্প ব্যাবস্থাপক, অমরিয় সরকার, মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক প্রনয় কান্ত অধিকারী, সিডবিউএফডি’র প্রকল্প ব্যাবস্থাপক জহুরুল ইসলাম জহির, কমিউনিটি মবিলাইজেশন প্রগ্রাম কো-অডিনেটর মোঃ এনামুল হক, প্রগ্রাম অফিসার আকতার হোসেন প্রমুখ।
গৌরনদীঃ বে-সরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভলপমেন্ট (সিডবিউএফডি)’র “নতুন দিন” প্রকল্পের এ্যাডভোকেসী এবং প্রজেক্ট ব্রিফিং সভায় অংশগ্রহনকারীবৃন্ধ।