মোঃ বদরুজ্জামান খান সবুজ, গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বৃ রোপণের মধ্যদিয়ে এ গার্ডেনের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ গোমস্তা, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান জামাল হোসেন গোমস্তা, ইউপি সদস্য জাফর মৃধা, রহিম সরদার, মোঃ লিটন গোমস্তা, রফিক মীর, মোঃ বাবুল হাওলাদার, সিরাজুল খন্দকার, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুলাহ আল মাহমুদ, আমিনুল ইসলাম রিপন প্রমূখ। উল্লেখ্য, ওই ইউনিয়নের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমি, খেলার মাঠের চারিপাশ ও হাট-বাজারের খাস জমিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ১৫০টি করে গাছের চারা রোপণের মধ্যদিয়ে চেয়ারম্যান গার্ডেন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।