বিনোদন ডেস্ক : এবার গোয়েন্দা চরিত্র নিয়ে আসছেন বলিউডের লেডি খান হিসেবে পরিচিত বিদ্যা বালান। ববি জাসুস নামের এক গোয়েন্দা চলচ্চিত্রের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি প্রযোজনা করছেন দিয়া মির্জা ও শাহিল সঙ্ঘ।
এদিকে গোয়েন্দা চরিত্রে অভিনয় নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা। তিনি বলেন, এটি চ্যালেঞ্জিং চরিত্র। এ ধরনের চরিত্রে অভিনয় করা সত্যিই রোমাঞ্চকর।
প্রযোজক দিয়া মির্জা আর শাহিল সঙ্ঘ প্রসঙ্গে বলেন, এদের দুজনকে আমি দীর্ঘ দিন থেকে চিনি। তাদের প্রযোজিত ছবিতে অভিনয় করতে সবাই আগ্রহী হয়।
এই চ্যালেঞ্জিং চরিত্রে বিদ্যাকে কাস্ট করা প্রসঙ্গে দিয়া মির্জা বলেন, বিদ্যা একজন প্রত্যুৎপন্নমতি এবং কৌতুহলী অভিনেত্রী। আমি মনে করি চরিত্রটির জন্য তিনি পুরোপুরি যোগ্য।বিদ্যার উপস্থিতি ছবিটিকে জীবন্ত করে তুলবে।
আগামী বছরের গ্রীষ্মে ছবিটি মুক্তি পাবে।