স্টাফ রিপোর্টার : সাংবাদিক লাঞ্চিতের মামলায় জামিনে মুক্তি পেলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
সোমবার বেলা ১১টা ১২ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি দেয়া হয়।
কারা তত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির বলেন, জামিনের কাগজপত্র হাতে আসার পর তা যাচাই-বাছাই করে গোলাম মাওলা রনিকে মুক্তি দেয়া হয়েছে। এ সময় কারাগারের বাইরে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ২০ জুলাই সাংবাদিক নির্যাতনের ঘটনায় রনির বিরুদ্ধে মামলা হয়। ২১ জুলাই তিনি আদালত থেকে জামিন পান। এরপর বাদীর আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৪ জুলাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
আদালতে জামিন না মঞ্জুর হওয়ায় রনি কারাগারে আটক থাকেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রনিকে কাশিমপুর কারাগার পার্ট-২ এ রাখা হয়। রনিকে এসব মামলায় ৫৩ দিন কারাগারে কাটাতে হলো।