গোপালগঞ্জ প্রতিনিধি : বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার কাটরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক পরিচালিত দরিদ্র নারীদের সংগঠন কাটরবাড়ী পল্লী সমাজের উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবসের এ সভা অনুষ্ঠিত হয়।
“পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মিরা হীরা, ভবানী বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপালী রায়, পরিমল পোদ্দার, মায়া রায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক শাকিলা আরজু প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মধ্যে হাত না ধোয়ার ফলে সৃষ্ট সমস্যা তুলে ধরা হয়। বক্তারা বলেন, মানব দেহের অধিকাংশ রোগের জীবানু হাতের মাধ্যমে দেহে প্রবেশ করে থাকে। তাই প্রতিটি মানুষের খাবার গ্রহণের পূর্বে এবং টয়লেটের পর অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের হাত ধোয়ার নিয়ম দেখানো হয়।