গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় নিয়ামত বিশ্বাস (৬২)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, নিয়ামত বিশ্বাস ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিয়ামত বিশ্বাস চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত বাবু বিশ্বাসের ছেলে।
