ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | গোপালগঞ্জে দরিদ্র্রদের মাঝে ঈদ ও শিক্ষা সামগ্রী বিতরণ

গোপালগঞ্জে দরিদ্র্রদের মাঝে ঈদ ও শিক্ষা সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : “আসুন সবাই মিলে ঈদ আনন্দ করি, গ্রামের মাঝে ঐক্য গড়ি” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার আমতলী ইউপির উত্তরপাড়া গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক পরিচালিত উত্তরপাড়া পল্লী সমাজের উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে পল্লী সমাজের সভাপ্রধান নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য কাকন মৃধা। অন্যান্যের মধ্যে ইউপি সদস্য শিরিন বেগম, পল্লী চিকিৎসক মোঃ কামরুল ইসলাম, শিক্ষক প্রিন্স মাহমুদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মাঠ সংগঠক আহাদুজ্জামান, পল্লী সমাজের সেক্রেটারী শামিমা বেগম, ক্যাশিয়ার ফাতেমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে এলাকার ২০ টি পরিবারের মাধ্যে চিনি, সেমাই বিতরন করেন।
একই দিনে দরিদ্র পরিবারের শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রসু ফকিরের বাড়ীর আঙ্গিনায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক পরিচালিত মহারাজপুর পল্লী সমাজের উদ্যোগে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা বেগম। অন্যান্যের মধ্যে পল্লী সমাজের সভাপ্রধান সাপিয়া বেগম, সেক্রেটারী লাকি বেগম, ক্যাশিয়ার লিলি বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মাঠ সংগঠক কুহেলী মন্ডল প্রমুখসহ। অতিথিবৃন্দ অনুষ্ঠানে এলাকার ২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কেল ও ফাইল প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে কুলিয়াটি খাল ভূমিদস্যুদের দখলে

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)  : নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের ভিতর দিয়ে বয়ে ...

নেত্রকোণার মদনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার উদাসীনতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ সেবা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা) ঃ নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নে পরিবার পরিকল্পনা ...