গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শহরের মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুল ও বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রাখাল কিশোর ঠাকুর ও নির্বাহী সদস্য শিব শংকর অধিকারী।