এস এম সাব্বির , গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের দারিদ্র-সীমার নীচে বসবাসকারী পরিবারের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক দিয়েছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি এ্যাড.কাজী আব্দুর রশীদ শিক্ষর্থীদের হাতে এসব চেক তুলে দেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন শিক্ষার্থীদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্টানে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের সন্তান ২৫ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার ২২জন, মুকসুদপুর উপজেলার ২১ জন, কাশিয়ানী উপজেলার ২০ জন এবং টুঙ্গিপাড়া উপজেলার ১২জন মিলে মোট ১০০ জনকে সম-পরিমান অনুদানের চেক দেয়া হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।