স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
গাবতলী বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেছে, অল্প সংখ্যক যাত্রী ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অপেক্ষা করছেন। দূরপাল্লাগামী বাসগুলো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে।
অনেকে জরুরি প্রয়োজনে গন্তব্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে চরম দুর্ভোগে পড়েছেন। বাস ছাড়তে না পেরে আর্থিক ক্ষতি হচ্ছে বাস মালিকদেরও।
হানিফ পরিবহন সূত্র জানায়, প্রতিদিন তাদের প্রায় ছয়শত গাড়ি ঢাকা থেকে ছাড়ে। কিন্তু হরতালের কারণে কোনো গাড়ি ছাড়েনি।
দূরপাল্লার গাড়ি না চলাচল করলেও লোকাল গাড়ি চলতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী সাভার-নবীনগরের গাড়ি চলাচল করতে দেখা গেছে।
এদিকে, পরিবহণ কর্মকর্তারাও জানান, হরতালে বাস চলাচল না করায় তাদের অনেক ক্ষতি হচ্ছে। পিকেটারদের ভয়ে বাস ছাড়ছেন না বাস মালিকরা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।