মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরের তেঁতুইবাড়ি এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. হারুন অর রশিদ জানান, অজ্ঞাত ওই যুবকের মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে হাত-পা বেঁধে গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধ করে দূর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে পালিয়ে গেছে। তার পড়নে কালো রঙের পেন্ট-র্শাট রয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্ট চলছে বলেও জানান তিনি।