মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে রেললাইনের পাশ থেকে তিন মাস বয়সি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১ টার দিকে মহানগরের হায়দারাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী জংশন ফাঁড়ি পুলিশের এএসআই মো: দেলোয়ার জানন, হায়দারাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর নাম-পরিচয় পাওয়া যায় নি। শিশুর লাশটি একটি নেকড়া কাপড় দিয়ে ডাকা ছিল।শিশুটির বুকে এবং মাথায় কালো দাগের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে।