ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | গাজীপুরের অনলাইন সংবাদ কর্মীদের সংগঠন “গাজীপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম” গঠিত

গাজীপুরের অনলাইন সংবাদ কর্মীদের সংগঠন “গাজীপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম” গঠিত

মোঃ ফুয়াদ মন্ডল, গাজীপুর জেলা প্রতিনিধি : বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত গাজীপুরের সংবাদ কর্মীদের সংগঠন “গাজীপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম” এর কমিটি ঘোষণা করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’এর গাজীপুর প্রতিনিধি আবুল হোসেনকে সভাপতি এবং রাইজিংবিডি ডটকম-এর নিজস্ব প্রতিবেদক মো: হাসমত আলীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। ০২ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুর শহরের হাবিবুল্যাহ স্বরণীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা(সদস্যে) হলেন- সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন (গাজীপুর দর্পণ ডটকম), যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম আকন্দ (বাংলা ট্রিবিউন ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. রাজিব সরকার (বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ- মো. আলমগীর হোসেন (এবি নিউজ টোয়েন্টিাফোর ডটকম), প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক রেজাউল সরকার আঁধার (গাজীপুর কণ্ঠ ডটকম), নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম (জাগো নিউজ টোয়েন্টিাফোর ডটকম), মো. আবুল হাসান (ঢাকা টাইমস্ টোয়েন্টিফোর ডটকম)।

এছাড়া ফেরামের সাধারণ সদস্যরা হলেন মোস্তাফিজুর রহমান টিটু (নিউজ সিক্সটিফোর ডটকম), মীর মো: ফারুক (দ্যা রিপোর্ট টোয়েন্টিাফোর ডটকম), মো. জাহাঙ্গীর আলম (পরিবর্তন ডটকম), মো. রফিক সরকার (জুম বাংলা ডটকম), তুহিন মোল্লা (বি-বার্তা টোয়েন্টিফোর ডটনেট), মাহমুদুল হাসান সোয়েব (পূর্বপশ্চিম বিডি ডট নিউজ) ও শিহাব খান (বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)ঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ও সংগঠনকে তৃণমূল থেকে ...

 মদনে ৪দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার অবস্থান প্রেমিক  পলায়ন 

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ  দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ...