সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি : জেলার শহরে হিরোইনসহ নুরুল ইসলাম ওরফে লিটন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি শহরের খানকা শরীফ এলাকার মৃত মফিজুল হকের ছেলে
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের রেলস্টেশন সংলগ্ন কাউয়া চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। ।গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, দীর্ঘদিন থেকে লিটন শহরের বিভিন্ন জায়গায় হিরোইন বিক্রি করে আসছিল। তাকে ধরতে বেশ কিছুদিন থেকে অভিযান চালানো হচ্ছিল। গোপন খবরে অভিযান চালিয়ে হিরোইন বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।