ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই গোদারহাট গ্রামে মৃত নিয়ামত শেখের পুত্র আবু মিয়া (৪০) সোমবার রাত ১১টায় দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়।জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী জেলাল উদ্দিনের সাথে আবু মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত ১১টায় দু’পক্ষের লোকজনের মধ্যে লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আক্রমনে আবু মিয়া মারাত্মকভাবে আহত হয়। ফলে রাতেই তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় উভয়পরে ৮ ব্যক্তি আহত হয়েছে বলেও জানা গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।