সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নাহিদ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।বৃহ:বার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গলনা, জিয়াডাঙ্গা ঝানজাইর এলাকায় দুস্থ অসহায় ৫শ’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি ডাল, ১টি শাড়ী ও ১টি লুঙ্গী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা মো. আলমগীর, রকিবুল হক চৌধুরী রকিব, হিসাব রক্ষক আরিফুল ইসলাম রাজিব, বিশিষ্ট সমাজসেবক মো. খুশু মিয়া প্রমুখ। উল্লে¬খ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই জেলার কামারজানিসহ বিভিন্ন জায়গায় নাহিদ গ্র“প অব কোম্পানীজের সহযোগি সংগঠন নাহিদ ফাউন্ডেশন গাইবান্ধার তত্ত্বাবধানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম.এ. ওয়াহিদ তার নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন।