ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের উপর নির্ভর করলে চলবে না। গণমানুষের সদিচ্ছা থাকলে শহর ও গ্রামের অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। এজন্য দরকার স্বশিক্ষিত মানুষের এগিয়ে আসা। তাদের পক্ষেই সম্ভব মানুষকে সংগঠিত করে অপরাধ প্রবণতাকে কমিয়ে আনা।বুধবার গাইবান্ধায় এক মিডিয়া ক্যাম্পেইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।গাইবান্ধা গণউন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত জেলা পুলিশিং কমিটি ফোরাম আয়োজিত অনুষ্ঠিত মিডিয়া কনফারেন্সে সভাপতিত্ব করেন এম আব্দুস সালাম। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি গোবিন্দলাল দাশ, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সাকা, মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানুষের প্রয়োজনে পুলিশের উপর নির্ভরতা কমিয়ে আনা দরকার। তাই সাধারণ মানুষকেই অপরাধ প্রবণতা দূর করতে ভূমিকা পালন করতে হবে।
সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতবাড়ী পরিদর্শনসহ ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।