বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাও সংবাদদাতা : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ বাজারের কুখ্যাত গাঁজা সম্রাট ইকবাল(৪০)কে ২২ সেপ্টেম্বর ৩’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত ৮ টায় এস আই রওশন আরার নেতৃত্ত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ইকবালকে গ্রেফতার করে। জানা যায়, ইকবালের স্ত্রী রোকেয়া মুল গাঁজা ব্যবসার মুল হোতা। প্রতিদিন ১০/২০ হাজার টাকা মূল্যের গাঁজা বিক্রী করে ইকবালের পরিবার। ইকবালের মেয়ে লাকী আক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও মাদক ব্যবসায় বাবা-মাকে পুরোপুরি সহযোগিতা করে। গাঁজা সম্রাট ইকবালকে গ্রেফতার করার সময় এলাকাবাসী আনন্দে উৎফুল্ল হয়ে ভীড় জমায়। জনমনে প্রশ্ন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হয়ে ইকবাল গ্রেফতার হওয়ার পর দু’এক দিন পর জেলখানা থেকে বেরিয়ে আসে। ইকবালের পিছনে কি অশুভ শক্তি ইন্দন যোগাচ্ছে ! ইকবালের স্ত্রী রোকেয়া গাঁজা বিক্রীর মুল নায়ক হওয়ার পরও তাকে গ্রেফতার না করে বার বার ইকবালকে গ্রেফতার করছে বলে ক্ষোভ এলাকাবাসীর। লন্ড্রী ইকবাল মাদক ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামায় করে আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে গেছে। সঠিক আইন প্রয়োগ করে এসব মাদক চক্রের প্রকৃত কঠিন শাস্তি হওয়া দরকার। ২২ সেপ্টেম্বর এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা হয়েছে। মামলা ১৪।