ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ প্রতিরোধে বুধবার চট্টগ্রামে হরতাল

গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ প্রতিরোধে বুধবার চট্টগ্রামে হরতাল

স্টাফ রিপোর্টার, ১০ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : গণজাগরণ মঞ্চের পূর্ব নির্ধারিত লালদীঘির ময়দানের মহাসমাবেশ প্রতিরোধে আগামী ১৩ মার্চ চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ ঘন্টাব্যাপী হাটহাজারী দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশে সারা দেশ থেকে ওলামা-মাশায়েখরা এতে অংশ নেন।

এছাড়া আগামী ২৫ মার্চ দেশব্যাপী উপজেলা পরিষদ ঘেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ, ৬ এপ্রিল ঢাকা অভিমূখে লংমার্চ, লংমার্চে বাধা দিলে সারাদেশে অনির্দিষ্টকালের হরতালের হুমকি দেয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব মঈনুদ্দিন রুহী বলেন, ‘নাস্তিক, মুরতাদ ব্লগারদের  চট্টগ্রামে কোনভাবেই মহাসমাবেশ করতে দেয়া হবে না। তৌহিদী জনতা যে কোন মূল্যে ইসলাম বিরোধী তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।’

নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী জানান, চট্টগ্রামের হরতালে সমমনা ১২টি ইসলামী দলের পূর্ণ সমর্থন জানিয়েছেন।

সম্মেলনে ওলামা-মাশায়েখরা শাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী ব্লগারদের নাস্তিক-মুরতাদ হিসেবে আখ্যায়িত করেন। ব্লগারদের বিরুদ্ধে প্রিয় নবীর (স.) বিরুদ্ধে কুৎসা রটনা ও সরকারের বিরুদ্ধে ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

বক্তারা সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্বচারে প্রতিবাদী ধর্মপ্রাণ জনসাধারণকে গুলি করে হত্যার নিন্দা এবং ভবিষ্যতে এধরনের গণহত্যা বন্ধের জন্য সরকারে প্রতি আহ্বান জানানো হয়। ওলামা-মাশায়েখরা দ্বীন ইসলাম, ঈমান, দেশের স্বাধীনতা ও জনসাধারণের জানমাল রক্ষায় ঐক্যবদ্ধ থেকে ১৫ দফা দাবি তুলে ধরেন।

আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুহিবুবল্লাহ বাবুনগরী, মুহাদ্দিস মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা আব্দুল মালেক হালিম, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, ইসলাম ও দেশ রক্ষা আন্দোলনের আহবায়ক মাওলানা নুর হোসেন কাসেমী, ইসলামী নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আন্দোলনের আমির মাওলানা সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জমিয়তে ইলামায়ে ইসলামের মহাসচিব ও সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, খতমে নবুওয়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ নুরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া পার্টিয়া মুফতি আব্দুল হালিম বোখারী, মধুপুরের পীর সাহেব মওলানা আব্দুল হালিম, মাওলানা মোস্তফা আল-হোসাইনী, নাজিরহাট বড় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিসসহ সারা দেশের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, পীর মাওলানা ও ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...