ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | খড়ের কেজি ২০টাকা রাজারহাটে গো-খাদ্যের তীব্র সংকট

খড়ের কেজি ২০টাকা রাজারহাটে গো-খাদ্যের তীব্র সংকট

আলতাফ হোসেন সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদ দাতা : প্রবল বন্য ও বৃষ্টির কারনে এবার কুড়িগ্রামের রাজারহাটে গোখাদ্যের তীব্র সংকট দেখাদিয়েছে।গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে খামারীরা। আমন ফসল উঠতে এখনো প্রায় দুই আড়াইমাস বাকী বৃষ্টি ও বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে সবুজ ঘাস।অনেক গবাদি পশু অনাহারে উঠানে বাধা রয়েছে।যদিও রংপুর,দিনাজপুর বদরগঞ্জ বগুড়া এবং সৈয়দপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে খড় আমদানী করছে ফড়িয়ারা। তাও উচ্চমূল্য দিয়ে হয় ক্রেতাদের। দেখাগেছে রাজার হাট বাজারে রেললাইনের পাশে ব্র্যাক মোড় সহ বিভিন্ন এলাকার খড়ের হটে প্রতি কেজি খড় ২০টাকা দরে ক্রয় করছে ক্রেতারা। কয়েক দিনের মধে খড়ের সংকট ও মূল্য বৃদ্ধিপেতে পাড়ে বলে খড় ব্যবসায়িরা জানিয়েছে।

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...