এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবী, বুহস্পতিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর বিােভ সমাবেশে পুলিশের এলোপাতাড়ি গুলিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হওয়া এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে নগরীতে এক বিােভ মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়। বিােভ মিছিলে নেতৃত্ব দেন খুলনা মহানগরী ও থানা নেতৃবৃন্দ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা সেক্রেটারী মোঃ অলিউলাহ, অধ্য মুস্তাফিজুর রহমান টিংকু, আকরামুজ্জামান রাজা, এমরান হোসাইন, আবু বকর সিদ্দিক, জসিম উদ্দীন, রহমতউলাহ, নাজমুস সাকিব, তানভীর আহমেদ, এমরান হাসান প্রমূখ। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসষ্টান্ড, শিববাড়ি, থানার মোড়, ডাকবাংলা, সোনাডাঙ্গা, গলামারী, ময়লাপোতা, রুপসা, পিটিআই মোড়, চানমারী, রুপসা ব্রিজ, শিপইয়ার্ড, টুটথপাড়া কবর খানা মোড়, নতুন রাস্তার মোড়, লিবার্টি মোড়, নিউজপ্রিন্ট, বৈকালী মোড়, বয়রা মোড়, মহসীন মোড়, বিশ্ব রোড, দৌলতপুর ও খানজাহান এলাকায় মিছিল ও পিকেটিং করে। এছাড়াও বিভিন্ন থানায় পিকেটিংসহ বিােভ মিছিল করেছে। এসব মিছিলে উপস্থিত ছিলেন আল-ফিদা হোসেন, আবুল বাশার, ইকবাল হোসেন, তানজিল আহমদ, হাফিজুর রহমান, মোশাররফ আনসারী, আসলাম হোসেন, আবুল হাসান, হেমায়েদ উদ্দীন,রেদওয়ানুল হক, ছফির উদ্দীন, আবু সাঈদ, আব্দুল গফুর, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, গোলাম সরোয়ার, সালাহা উদ্দীন, মুজাহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, আনোয়ার হোসেন, বাবুল, মুনির, কবির, সেলিম, বেলাল, জাহাঙ্গীর, আজাদ আহমদ, কামাল হোসেন, মুন্তাজুর রহমান, আব্দুলাহ, আব্দুল মালেক প্রমূখ।