এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনা জেলার কয়রা উপজেলায় দনি বেদকাশি ইউনিয়নে গোলখালী গ্রামে রাত্র আনুমানিক ১ টায পুলিশ- ছাত্রলীগ ও যুবলীগকে সংগে নিয়ে আসামী ধরার আভিযানে গেলে এলাকাবাসী ডাকাত সন্দেহে ধাওয়া করলে তারা এলাপাতাড়ী গুলে ছুড়ে। এতে ১ জন পুলিশ ও ৫ জন মহিলা গুলিবিদ্ধ হয়। পরে আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে জানায়। এ যটনাকে কয়েকটি গনমাধ্যম জামায়াত শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচার করে। এক যৌথ প্রতিবাদ বার্তায় জেলা জামায়াতের আমীর আ,খ,ম তমিজ উদ্দীন, জেলা সেক্রেটারী মাও: গোলাম সরোয়ার, কয়রা উপজেলা আমীর প্রফেসর সোহরাব হোসেন, সেক্রেটারী মাও: মাসুদুর রহমান এ যটনার তিব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন। এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। এবং নিহত পুলিশ সদস্যের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।