ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | খুলনায় ৪র্থ বিভাগীয় মেডিকেল সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় ৪র্থ বিভাগীয় মেডিকেল সম্মেলন অনুষ্ঠিত

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : শনিবার বিকাল ৩ টায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে ৪র্থ খুলনা বিভাগীয় মেডিকেল সম্মেলন-২০১৩ ও গুণী চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশন খুলনা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মোঃ সামসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বিএমএ খুলনা বিভাগের সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বিএমএ খুলনার সভাপতি ডা. মোঃ রফিকুল হক বাবলু ও গাজী মেডিকেল কলেজের অধ্য প্রফেসর ডা. শৈলেন্দ্র নাথ মিস্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, যশোর শাখার সভাপতি ডা. নাসিম রেজা, ঝিনাইদহ’র সভাপতি ডা. নুরুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. শওকত আলী লস্কর প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। খুলনা সিটি মেয়র অনুষ্ঠানে ৫ জন বিশিষ্ট চিকিৎসকের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন। চিকিৎসকগণ হলেন ডা. মোঃ আশরাফ হোসেন খাঁন (মরণোত্তর), ডা. মোঃ নাসিম উদ্দিন, আলহাজ্ব ডা. এ এফ এম আব্দুস সোবহান, অধ্যাপক ডা. মোঃ নুরুল ইসলাম ও ডা. মোজাম্মেল হোসেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...